ভিসি বিরোধী শিবিরে একজোট ‘আওয়ামী লীগ-বিএনপি-বামপন্থী’ শিক্ষকরা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-28 17:06:30

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিরোধী শিবিরে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ব্যানারে একজোট হয়ে লড়বেন ‘আওয়ামী লীগ-বিএনপি ও বামপন্থী’ শিক্ষকরা।

অন্যদিকে উপাচার্যপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ‘আওয়ামীপন্থী’ শিক্ষকরা ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে লড়াই করবেন।

আগামী ২৭ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম আজাদ।

তিনি জানান, ‘মোট ৯৬ জন শিক্ষক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ কার্যদিবসে বলা যাবে কতজন বা কতটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

তবে এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী এবং উপাচার্য বিরোধী বলে পরিচিত শিক্ষকরা তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছেন। ঘোষিত প্যানেল অনুযায়ী উপাচার্য বিরোধী শিক্ষকদের মধ্যে ‘আওয়ামী লীগ-বিএনপি ও বামপন্থী’ শিক্ষকরা একাট্টা হয়ে প্যানেল ঘোষণা করেছেন। এই শিবিরের সভাপতি পদে লড়বেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, সহ-সভাপতি পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে লড়াই করবেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।

এছাড়া ১০টি সদস্য পদে লড়াই করবেন- ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহম্মদ আব্দুর রাজ্জাক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।

অন্যদিকে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ঘোষিত প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক এ এ মামুন, সহ-সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক রিসালা তাসিন খান এবং কোষাধ্যক্ষ পদে লড়াই করবেন ইনস্টিটউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক মোতাহার হোসেন।

এছাড়া একই প্যানেল থেকে সদস্য পদে লড়াই করবেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক বারতা চক্রবর্তী, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন।

এ সম্পর্কিত আরও খবর