চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওমরগণি এমইএস কলেজে সুদীর্ঘকালের অধ্যাপনার কর্মজীবন সফলতার সাথে শেষ করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন কয়েকজন গুণী শিক্ষক। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ ড. আফম খালিদ হোসেন।
আরও পড়ুন: চট্টগ্রাম এমইএস কলেজের কীর্তিমান ড. খালিদ হোসেন
শনিবার (১৮ জানুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ আনম সরোয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত বিদায় অনুষ্ঠানে যেসব অবসরপ্রাপ্ত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন, ড. আফম খালিদ হোসেন (প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী (প্রাক্তন বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ), অধ্যাপক তাপস কান্তি দাস (প্রাক্তন বিভাগীয় প্রধান, গণিত বিভাগ), সুমন দত্ত (প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বর্তমানে সহকারী রেজিষ্টার, জাতীয় বিশ্ববিদ্যালয়)।
ছাত্র-শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে কর্মজীবন শেষে বিদায়ী গুণী শিক্ষকদের জীবন ও কর্মের আলোচনায় আবেগময় হন সকলে। বিদায়ী শিক্ষকগণও তাদের অনুভূতি ও ভালবাসা প্রকাশ করে আবেগাপ্লুত হন।