ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 04:26:10

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) পূজা অর্চনা, প্রতিমা স্থাপন ও ধর্মালোচনাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বাণী অর্চনা শুরু হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় সরস্বতী দেবীর কাছে বিদ্যা প্রার্থনা করেন বিদ্যার্থীরা। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অতীশ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।

এছাড়া অনুষ্ঠানে ধর্ম আলোচক ছিলেন গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিকাশ চন্দ্র বসু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘সরস্বতী বিদ্যার দেবী। এই দেবী শিক্ষার প্রেরণা জোগায়।’

উল্লেখ্য, বিদ্যার দেবী সরস্বতী। মূলত তাকে ঘিরেই সরস্বতী পূজার আয়োজন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর