একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাককানইবিতে নানা কর্মসূচি

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-27 03:24:51

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের 'চির উন্নত মম শির' শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন, একুশে ফেব্রুয়ারির (শুক্রবার) প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

একইদিন বিকেল সাড়ে ৩ টায় 'গাহি সাম্যের গান' মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এ সম্পর্কিত আরও খবর