করোনা রোধে রাবি ক্যাম্পাস বন্ধের দাবি শিক্ষার্থীদের

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 23:58:35

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে মৌন অবস্থান কর্মসূচিতে তারা এ দাবি জানান।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘করোনা মোকাবিলায় রাবির সক্ষমতা শূন্য শতাংশ’, ‘ক্যাম্পাস এখনো বন্ধ হয়নি কারণ, প্রশাসন চায় আমার করোনা হোক’ , ‘মাস্ক ও প্রাথমিক সচেতনতা কি যথেষ্ট’, ‘রাবি ক্যাম্পাস বন্ধ হোক’ এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

কর্মসূচিতে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ও বিদেশি শিক্ষার্থীরা আছে। তারা এক সঙ্গে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনাভাইরাস একজনের সংক্রমণ হলে তা অতিদ্রুত ছড়িয়ে পড়বে অন্যদের মাঝে। বর্তমানে ভাইরাসটি বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে আমরা যদি আগে থেকেই সতর্ক না হই তাহলে এটি আমাদের দেশে মহামারি আকার ধারণ করতে পারে। সুতরাং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধের দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়

সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাসেম আলী বলেন, ‘আমরা এক সঙ্গে প্রায় ১০০ জন ক্লাস করি। করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। যদি এই ভাইরাসে একজন আক্রান্ত হয় তাহলে দ্রুত আমাদের মাঝে তা ছড়িয়ে পড়বে। ভাইরাসটি রোধে ক্যাম্পাস বন্ধের দাবি জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর