রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এমপিএড প্রোগ্রাম চালু

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-09-01 16:41:01

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

সোমবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।

তিনি বলেন, ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) প্রোগ্রাম চালুর অনুমোদন দেয়ায় আমরা গর্বিত। শারীরিক শিক্ষায় দুই বছর মেয়াদি এ বিশেষায়িত প্রোগ্রামের মাধ্যমে শুধু কুষ্টিয়ায় নয়, সারাদেশের শিক্ষকরা অল্প খরচে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবে।’

তিনি আরও জানান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বের সঙ্গে পরিচালনা করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর