আগামী সপ্তাহ থেকেই অনলাইনে ক্লাস শুরু হবে: ইবি উপাচার্য

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:55:25

দেশে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম যথাসম্ভব চালু রাখার লক্ষে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

আগামী সপ্তাহ থেকেই অনলাইনে ব্যাপকভাবে এই ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।

কনফারেন্সে বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত রাখার লক্ষে আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু করার জন্য ডিন ও সভাপতিদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

ভিডিও কনফারেন্স চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা সংযুক্ত হন। এসময় অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকলে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জানান, আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে অনলাইনে ক্লাস শুরু হবে। আমরা কোনভাবেই চাইনা ইসলামী বিশ্ববিদ্যালয় সেশনজটের মুখোমুখি হোক।

তিনি আরও জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে কোন শিক্ষার্থী অনলাইন ক্লাসে সংযুক্ত হতে না পারলে, যথাযথ প্রমাণ দাখিল করলে পরবর্তীতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর