ইউল্যাবে মহামারিতে মোবাইলফোন প্রযুক্তি ব্যবহার বিষয়ক ই-টক

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 06:30:50

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট 'মহামারি কাভারেজে মোবাইলফোন প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা' বিষয়ক ই-টকস নামক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে।

ফ্রেড্রিক নৌম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম ও ইউল্যাবের যৌথ উদ্যোগে ১৬ জুলাই এটি অনুষ্ঠিত হবে। রাত সাড়ে আটটা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত চলবে এ ভার্চুয়াল আলোচনা।

মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার মোট চারজন বক্তা এতে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। ই-টকসে বক্তারা মহামারি চলাকালীন সাংবাদিকতা এবং যোগাযোগের দৃষ্টিকোণ হিসাবে মোবাইলফোন প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন।

ই-টকে অংশগ্রহণের জন্য ১৪ জুলাই রাত ১২টার মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। যা সম্পূর্ণ বিনামূল্যে।

Reg. Link: http://rebrand.ly/ET-FNF-ULAB

এ সম্পর্কিত আরও খবর