চলতি অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের প্রকৃত রফতানির চেয়ে সাড়ে ১১ শতাংশ বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২০ জুলাই) এক ব্রিফিংয়ে ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য রপ্তানিতে ৫৮ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানিতে ৯ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। গত অর্থবছরে পণ্য রফতানি হয়েছে ৫২ বিলিয়ন ডলারের এবং সেবা রফতানি হয়েছে ৮ বিলিয়ন ডলারের। পণ্যের মধ্যে তৈরি পোশাক রফতানি হয়েছে ৪২ দশমিক ২ বিলিয়ন ডলারের। এ খাতে নতুন অর্থবছরে ৪৬ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গত ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি বেড়েছে ৩৪ শতাংশ, যা ছিল লক্ষামাত্রার প্রায় ২০ শতাংশ বেশি।