ইসলামী ব্যাংকের চট্টগ্রাম সাউথ, সিলেট ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:37:58

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ, সিলেট ও রংপুর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৬ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিস, শিকদার মো. শিহাবুদ্দীন, মো. মিজানুর রহমান ভুঁইয়া, আহমেদ জোবায়েরুল হক, মিয়া মো. বরকত উল্লাহ ও মিফতাহ উদ্দীন।

সম্মেলনে জোনগুলোর অধীন শাখাসমূহের প্রধান এবং বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর