বুধবার থেকে ব্যাংকে লেনদেন ৯টা-৩টা, বন্ধ হবে ৫টার মধ্যে

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:12:45

জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকে লেনদেন সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করতে বলা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে, মন্ত্রিসভার বৈঠকে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস-প্রতিষ্ঠান এবং সরকারের অধীনে পরিচালিত সব অফিস কার্যক্রম বুধবার থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে বলে জানানো। শিক্ষাপ্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে স্কুল-কলেজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রস্তাবে অনুমোদন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

এ সম্পর্কিত আরও খবর