ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে আমদানি শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটের দিকে বাংলাদেশ গ্রিডের যুক্ত হয় বলে বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে।
রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে কমবেশি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় । ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ থেকে ওই বিদ্যুৎ সরবরাহ করা হয়। কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রটিতে দু'টি ইউনিট রয়েছে। যা বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে নির্মাণ করা হয়।
কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আমদানি করার জন্য চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বার্তা২৪কম-কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৭ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানিগ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ কেনার চুক্তি হয়। ঝাড়খণ্ড থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় ৯৫ কিলোমিটারের জন্য লাইন স্থাপন করেছে আদানি গ্রুপ।