সমন্বয়হীনতার কারণে বিদ্যুতের সংকট বলে ইঙ্গিত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী ২ সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস দিয়েছেন।
রোববার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেছেন, পাওয়ার প্লান্ট রেডি। জ্বালানি যোগান দিতে পারছি না। জ্বালানি আসার পেছনে সবসময় আমাদের হাত থাকে না। সমন্বয় কোথাও বাধাগ্রস্ত হলেই সমস্যা হয়। এবারও তাই হয়েছে। বেশ কিছুদিন যাবত লোডশেডিং বেড়ে গেছে। কারণ জ্বালানি যোগান দিতে কষ্ট হচ্ছিল। এটার আকার এখন বেড়েছে। পরিস্থিতি যে অসহনীয় তা জানি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, পায়রার জন্য কয়লা কত দ্রুত আনা যায় সেই চেষ্টা করছি। আশা করি দশ-পনের দিনের মধ্যে এ থেকে বেরিয়ে আসতে পারব। হিটওয়েভ হচ্ছে ফলে চাহিদা বেড়ে গেছে। শিডিউল লোডশেডিং এ যাবার আপাতত চিন্তা নেই।
দুই মাস আগে থেকেই চেষ্টা করছিলাম। অর্থনৈতিক বিষয়, এলসি খোলার বিষয় থাকে; সব সমন্বয় করতে হয়। ২৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। চাহিদার পরিমান অনেক বেড়ে গেছে।