সরকারি ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সরকারি ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন

সরকারি ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অধীনস্থ ১১ কোম্পানির পরিচালনা পর্ষদে পুনর্গঠন করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিচালনা পর্ষদগুলো পুনর্গঠনের কাজ শুরু হলেও এক আদেশে এতো বেশি সংখ্যক রদবদল এটাই প্রথম।

আবার জ্বালানি বিভাগ থেকে দেওয়া আদেশে বিদ্যুৎ বিভাগের কোম্পানির বোর্ড সদস্য পরিবর্তন করার ঘটনাও নজীর বিহীন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বোর্ড সদস্য পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

ভোক্তাদের পক্ষ থেকে অনেক দিনের অভিযোগ ছিল কোম্পানির বোর্ডগুলোতে আমলাদের আধিক্য কমিয়ে বিশেষজ্ঞদের যুক্ত করার। অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. ফাওজুল কবির খান দায়িত্ব নিয়েই কাজটি শুরু করেন। প্রথম ধাপেই বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে বোর্ডগুলো থেকে সরিয়ে দেন। তখন বিভাগের সচিবরা কেউ কেউ একইসঙ্গে ৪টি কোম্পানির বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

যুগ্ম সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষককে বোর্ড সদস্য করা হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) বোর্ড সদস্য করা হয়েছে। একই আদেশে আরপিজিসিএল এ আরও যাদের বোর্ড সদস্য করা হয়েছে তারা হলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. নুরুল আলম মিয়া ও বিসিআইসির প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।

বিজ্ঞাপন

ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরীকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে বোর্ড সদস্য করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরীকে যমুনা অয়েল কোম্পানির পাশাপাশি কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক করা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলের গ্যাস বিতরণের দায়িত্বে থাকা কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আরও যাদের পরিচালক করা হয়েছে তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মহিউদ্দিন আহমেদ, আইএমইডির অতিরিক্ত সচিব কানিজ মওলা ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল হালিম।

এছাড়া রাষ্ট্রীয় একমাত্র তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, সিলেট গ্যাস সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং এলপি গ্যাস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।