রাজনৈতিক সংস্কার ঠিকমতো না হলে, অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, আমরা চেষ্টা করছি আমানতকারীরা যাতে প্রত্যেকটা পয়সা বুঝে পান। সবাই মিলে এক সঙ্গে গেলে কেউই টাকা পাবেন না। যেটুকু না তুললেই নয়, সেটা তুলুন। এক এক করে যান।
তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ব্যাংক খাতকে স্বাভাবিক করার। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডিপোজিটর তার টাকা হারায় নাই। আগের যেসব ত্রুটি-বিচ্যুতিগুলো হয়েছে সেগুলো নির্মোহভাবে সমাধান করা হবে।
তিনি জানান, ব্যাংক খাত সংস্কারের জন্য ব্যাংক কমিশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেটি যেনতেনভাবে নয়, কার্যকরভাবে করা হবে। এক্ষেত্রে বিদেশি সহযোগিতা নেওয়া হবে। শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ কীভাবে কাজ করেছে সেই অভিজ্ঞতা নেওয়া হবে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী দু’তিন মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে যাবে, তা এখনই বলা যাবে না। এজন্য এক্সচেঞ্জ রেট মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করা হচ্ছে।