অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৫ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে ইউএসএইড’র ডেপুটি এসিস্টেন্ট এডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌওর এ তথ্য জানান।
অঞ্জলি কৌওর জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে। বাংলাদেশের সাথে আগের যে চুক্তি ছিল তার সাথে আরও ২০০ মিলিয়ন ডলার যুক্ত হবে। যা গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার হবে।