৭ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে হোন্ডা

, অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-22 17:46:45

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তার দুটি মডেলের গাড়ি মার্কিন বাজার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মডেল দুটি হচ্ছে, ‘সিআর-ভি হাইব্রিড’ ও ‘হোন্ডা সিভিক।

হোন্ডা তার ওয়েবসাইটে একটি ট্যাব খুলে এ ঘোষণা দিয়ে জানায়, এই দুই মডেলের ৭ লাখ ২০ হাজার ৮শটি গাড়ি মার্কিন বাজার থেকে তারা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এ গাড়িগুলোতে ত্রুটি খুঁজে পাওয়ার প্রেক্ষিতে কোম্পানি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে খবরে বলা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এক ঘোষণায় জানিয়েছে, তাদের তৈরি দুটি মডেলের গাড়ি মার্কিন বাজার থেকে তারা প্রত্যাহার করে নিচ্ছে। মডেল দুটি হচ্ছে- ‘হোন্ডা সিভি-আর হাইব্রিড’ ও ‘হোন্ডা সিভিক’ (২০২৩-২০২৫)।

এই মডেল দুটির মোট ৭ লাখ ২০ হাজার ৮শ গাড়ি প্রত্যাহার করে নেবে। তবে এর কারণ সম্পর্কে কোম্পানিটি কিছু জানায়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, হোন্ডা এই দুটি মডেলের গাড়ির পাম্প উচ্চচাপে তেল সরবরাহে কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে করে তেল ট্যাংকে ছিদ্র হওয়ার ঝুঁকি হতে পারে। সে কারণে হোন্ডা তাদের এই দুই মডেলের গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে। তবে এ বিষয়ে হোন্ডা কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর