মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার আরও বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ওভারনাইট রেপো সুদহার ১০ শতাংশে উন্নীত হবে এবং ঋণসহ সব ধরনের ব্যাংকিং পণ্যের ওপর সুদের হার বেড়ে যাবে।

বিজ্ঞাপন

আগামী ২৭ অক্টোবর থেকে নতুন পলিসি রেট কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২০২২ সালের মে মাসের পর থেকে এই নিয়ে ১১ বারের মতো নীতি সুদহার বাড়ানো হলো। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে ঋণ নিয়ে থাকে তাকে নীতি সুদহার বা রেপো রেট বলে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি কিছুটা কমেছে এবং এক মাস আগে ১০ দশমিক ৪৯ শতাংশ থেকে ৯ দশমিক ৯২ শতাংশ হয়েছে।