ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত আছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ দর ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে।
এরআগে গত সেপ্টেম্বর মাসে ডিজেল ও কেরোসিন তেলের লিটার প্রতি ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোল বিদ্যমান মূল্য ১২৭ টাকা হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
বাংলাদেশ জ্বালানি তেলে ভর্তুকি প্রদান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয়। তখন আইএমএফ এর চাপও ভূমিকা রাখে। “জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা” প্রজ্ঞাপন গত ২৯ ফেব্রুয়ারি রাতে প্রকাশ করা হয়েছে। মার্চে আন্তর্জাতিক বাজারের উপর ছেড়ে দেওয়া হয় জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে সমন্বয় করার হচ্ছে।
বিশ্ববাজারে ডিজেলের দাম বেশি হলেও বাংলাদেশে অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয় বিধায় এর মূল্য বিলাস দ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে বেশি রাখা হয়। ফর্মুলা অনুযায়ী অকটেন এর মূল্য নির্ধারণকালে ডিজেল এর সাথে পার্থক্য লিটার প্রতি ন্যূনতম ১০ টাকা যেন থাকে সে জন্য প্রাইসিং ফর্মুলায় ‘α’ ফ্যাক্টর প্রযোজ্য হবে।
২০২২ সালের ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেকর্ড করে বাংলাদেশ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা আদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৩৪ টাকা এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা লিটার, পেট্রোল ১৩৫টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। ওই দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ। তার আগে ২০২১ সালের নভেম্বর প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় করা হয়। ওই সময়েও পরিবহন ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ।
ওই নজির বিহীন দাম বৃদ্ধির পর ২০২২ সালের ৩০ আগস্ট জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ওইদিন লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, পেট্রোল ১৩০ থেকে কমিয়ে ১২৫ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।