উইকেন্ড শর্টফিল্ম চ্যালেঞ্জ ঢাকার বিজয়ী ঘোষণা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উইকেন্ড শর্টফিল্ম চ্যালেঞ্জ ঢাকার বিজয়ী ঘোষণা

উইকেন্ড শর্টফিল্ম চ্যালেঞ্জ ঢাকার বিজয়ী ঘোষণা

বাংলাদেশে প্রথমবারের মতো ‘উইকেন্ড শর্টফিল্ম চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কাতারভিত্তিক কমিউনিটি সার্ভিস সংগঠন শর্ট ফিল্ম ল্যাব (এসএফএল) এই প্রতিযোগিতার আয়োজন করে।

গত ২৬ অক্টোবর রাজধানীর ইএমকে সেন্টারে চূড়ান্ত প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। এতে স্থানীয় দলগুলো মাত্র ৪৮ ঘণ্টায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করে। প্রতিটি দল জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে ডিজিটাল গল্প তৈরি করেছে, যা অনন্য ও আবেগপূর্ণ দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

এসএফএল-এর প্রতিষ্ঠাতা এবং সৃজনশীল পরিচালক ড. মোহনালক্ষ্মী রাজাকুমার, দোহায় এসএফএল পরামর্শদাতা প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী ইলা রিডল এবং সারা ঈসার নেতৃত্বে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। সার্বিক সহযোগীতায় ছিল বাংলাদেশের অন্যতম প্রধান এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জি।

প্রতিযোগিতায় ১৫টি চলচ্চিত্র ইএমকে সেন্টারে প্রদর্শিত হয়। যেখান থেকে উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা এবং সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ পাঁচটি পুরস্কার এবং একটি সম্মানিতপুরস্কার দেওয়া হয়। বিজয়ী চলচ্চিত্রগুলো পানির দূষণ থেকে পরিবেশের অবহেলা এবং জলবায়ু স্থানচ্যুতি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, যা তরুণ গল্পকারদের পরিবেশগত পদক্ষেপের প্রতি সচেতনতা তৈরি করতে চলচ্চিত্রকে ব্যবহার করার বিষয়টি তুলে ধরেছে।

বিজ্ঞাপন

প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সাদিয়া খালিদ রীতি, যিনি রাশিয়া, ইরান এবং ফ্রান্সের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবসহ একাধিক দেশে বিচারকের দায়িত্ব পালন করেছেন, তিনি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। বিজয়ী দলগুলোকে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ট্রিহাউস রেস্টুরেন্ট, এবং গ্রামীণ দানোনের ভাউচারসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

শীর্ষ ৬টি চলচ্চিত্রের মধ্যে ছিল ‘দ্য শেপার্স’ দলের মাহি নূরের নেতৃত্বে ‘ক্লাইমেট ডার্কনেস’, যা সেরা কমেডির পুরস্কার পেয়েছে। এটি মানবতার প্রকৃতি শোষণের ব্যঙ্গাত্মক উপস্থাপনা, যা সবুজ কাজের আড়ালে দূষণ ও বর্জ্যের প্রকোপ তুলে ধরেছে। ‘থিঙ্ক ট্যাঙ্কার্স’ দলের শাহ নেওয়াজ খান সিজুর নেতৃত্বে ‘ক্লাইমেট রিফিউজিস অফ বাংলাদেশ’ সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস থেকে অনুপ্রাণিত হয়ে এই চলচ্চিত্রটি লাখ লাখ বাংলাদেশির স্থানচ্যুতি এবং শহরের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলে। ‘চলচ্চিত্র’ দলের ‘পোয়েট্রি অফ ডিসটোপিয়া’ সেরা নাটকের পুরস্কার জিতেছে। দ্রুত শহুরে রূপান্তরের মধ্যে, এক ব্যাকুল নায়ক প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পায়, যা পরিবেশ সংরক্ষণ ও শহরের বিশৃঙ্খলার মাঝে সংগ্রামকে তুলে ধরেছে। ‘বিভিএফ ফিল্মস’ দলের মোহাম্মদ মাহমুদুল হাসান গালিবের নেতৃত্বে ‘ওয়েভস অফ ওয়েস্ট’ সেরা সম্পাদনার পুরস্কার জিতেছে, যা অপ্রতিরোধ্য জল দূষণের বিপর্যয়মূলক প্রভাব তুলে ধরে এবং এই সমস্যার অবহেলার সম্ভাব্য ভবিষ্যতের চিত্র প্রকাশ করে। ‘ব্লারি লেন্স অফ চাওস’ দলের ‘এয়ারবর্ন অ্যাবিস’ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে, যেখানে একটি শ্বাসরুদ্ধকর পৃথিবীতে একটি বাবা তার পরিবারের সুরক্ষার জন্য সমস্ত কিছু ত্যাগ করে, যা জলবায়ু পদক্ষেপের গুরুত্বকে তুলে ধরে। ‘দ্য কিউইস’ দলের ‘হিউজ অফ টুমরো’ সম্মানিত বিশেষ পুরস্কার পেয়েছে। একটি ছোট ঘরের মধ্যে স্থাপন করা, একজন মহিলা তার অতীত সিদ্ধান্ত এবং পরিবেশগত সংকটের মুখোমুখি হন, যা ব্যক্তিগত এবং বৈশ্বিক উভয় পরিবর্তনের আহ্বান হিসেবে কাজ করে।

উইকেন্ড ফিল্ম চ্যালেঞ্জ ঢাকা এসএফএল-এর মিশনের প্রতিফলন যা তরুণ চলচ্চিত্র নির্মাতাদের ক্ষমতায়িত করে এবং তাদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কণ্ঠস্বর প্রদানের প্ল্যাটফর্ম প্রদান করে। নির্বাচিত চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য জমা দেওয়া হবে, যা এই প্রভাবশালী গল্পগুলোকে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে।