পদত্যাগ করেছেন নেসকো এমডি জাকিউল ইসলাম

, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-13 18:53:42

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম পদত্যাগ করেছেন।

রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সচিব বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

রাজশাহী ও রংপুর বিভাগের শহরাঞ্চলে বিতরণের দায়িত্বে থাকা নেসকোর বাণিজ্যিক অপরেশনের শুরু থেকেই ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৫ সালের ৩০জুলাই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, এরপর কয়েক দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। জাকিউল ইসলাম তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন রংপুর বিভাগের ৫৮ উপজেলায় ৩ লাখ ৮২ হাজার ৪৮০ জন গ্রাহক, রাজশাহী বিভাগের ৭২ জেলায় ৬ লাখ ১৬ হাজার ১৫০ জন গ্রাহক কোম্পানির যাত্রা শুরু করে। ২০০৫ সালে গঠন করা হয় রাষ্ট্রীয় এই কোম্পানিটি। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসের নিবন্ধন পায় ওই বছরের আগস্টের তিন তারিখে। কোম্পানি গঠন করার পর অফিস নেওয়া হয়। কোম্পানির বোর্ড গঠন এবং এমডি নিয়োগ দেওয়া হয় ২০০৫ সালেই। সেই এমডি বসে বসেই অবসরে চলে যান ২০১১ সালে। আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১৫ সালের ১ সেপ্টেম্বরে।

এ সম্পর্কিত আরও খবর