আদালত কর্তৃক ঘোষিত ৫২ ভেজাল পণ্যের সাতটি কোম্পানির লাইসেন্স বাতিল করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। এছাড়া ১৮টি ব্রান্ডের পণ্য উৎপাদন স্থগিত করা হয়েছে।
বুধবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই।
আরও পড়ুন: প্রাণ-এসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য প্রত্যাহারের নির্দেশ
বিএসটিআই সম্প্রতি ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি নিম্নমানের ও ভেজাল পণ্য রয়েছে। গত ২ মে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে বিএসটিআই।
এ প্রতিবেদনের ভিত্তিতে ১২ মে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে আদালত। এমনকি পণ্যগুলো জব্দ করে ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো...
মিনারেল ওয়াটার
আল-সাফি
শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স (নারজান ড্রিংকিং ওয়াটার)
মর্ন ডিউ পিউর ড্রিংকিং ওয়াটার
আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার
সফট ড্রিংক:
শান্তা ফুড প্রোডাক্টস অব কেরানিগঞ্জ
জাহাঙ্গীর ফুড প্রোডাক্টস অব কামরাঙ্গীচর (প্রিয়া সফট ড্রিংক পাউডার)
ঘি:
বনলতা সুইটস অ্যান্ড বেকারি, মিরপুর
উৎপাদন স্থগিত করা ব্র্যান্ডগুলো হলো...
সরিষার তেল:
তীর (সিটি ওয়েল মিল অব গাজিপুর)
জিবি (গ্রিন ব্লেসিং ওয়েল, নারায়ণগঞ্জ)
পুষ্টি (শবনম ভেজিটেবল ওয়েল, নারায়ণগঞ্জ)
রূপচাঁদা (বাংলাদেশ এডিবল ওয়েল, নারায়ণগঞ্জ)
মিনারেল ওয়াটার:
আরা (আরা ফুড অ্যান্ড বেভারেজ)
ডানকান (ডানকান প্রোডাক্টস)
দিঘি (দিঘি ড্রিংকিং ওয়াটার)
সেমাই:
প্রাণ লাচ্ছা সেমাই (প্রাণ এগ্রো লিমিটেড)
হলুদ গুড়া:
প্রাণ
ড্যানিশ
ফ্রেশ
কারী পাউডার:
প্রাণ
ড্যানিশ
লবণ:
এসিআই
মোল্লা
ধনিয়া:
এসিআই পিউর ধনিয়া গুড়া
চিপস:
সান (কাসেম ফুড)
নুডুলস:
ডুডলস