গ্যাস সংযোগে তৌফিক-ই-ইলাহীর কমিটি বাতিল

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 00:17:03

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে বিদ্যমান গ্যাসের সংযোগ প্রদান ও লোড বৃদ্ধি সংক্রান্ত বিশেষ কমিটি বাতিল করা হয়েছে। এখন থেকে স্ব স্ব বিতরণ কোম্পানির পরিচালনা পর্ষদ সংযোগ দিতে পারবে।

রোববার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তৌফিক-ই-ইলাহীর নেতৃত্বে বিদ্যমান কমিটি বাতিল করা হয়।

গ্যাস সংকটের কারণে ২০১১ সালের ৩ জানুয়ারি জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে বিশেষ কমিটি করা হয়। কমিটির সুপারিশ ছাড়া সব ধরনের সংযোগ ও লোড বৃদ্ধি বন্ধ রাখা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশ, ছবি: বার্তা২৪.কম

 

কমিটি বাতিল হওয়ার পর এখন কোম্পানির পরিচালনা পর্ষদ সংযোগ দিতে পারবে। তবে নতুন সংযোগের ক্ষেত্রে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানা ও শিল্পাঞ্চল অগ্রাধিকার দিতে হবে।

একই সঙ্গে ক্যাপটিভ পাওয়ার নিরুৎসাহিত করা, সিএনজি ফিলিং স্টেশন, আবাসিক, সংযোগ না দেওয়া এবং সংযোগ দেওয়ার ক্ষেত্রে গ্যাস প্রাপ্যতা নিশ্চিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর