বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 15:48:46

ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না। সংযোগ পেতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে।  ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন।

ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষিতে সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এক মাসের মধ্যে কমিটি গঠন করা হবে। কমিটি মাস দু'য়েকের মধ্যে রিপোর্ট দেবে। সে রিপোর্টের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকবে।’

বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানের নেতৃত্বে এ কমিটি করা হবে। কমিটিতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

নসরুল হামিদ আরো বলেন, ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা নিয়মিত গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ থাকছে না। কোনো কোনো এলাকায় দুই ঘণ্টার মতো বিদ্যুৎ থাকছে না। এতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। সংযোগ পেতে হয়রানি হচ্ছেন বলেও অভিযোগ করেছেন অনেকে। কমিটি এসব সমস্যা নিরসনে কাজ করবে।’

২০১৪ সালে সংকট বেশি ছিল, এখন কমে এসেছে। অনেক কাজ হচ্ছে, ভবিষ্যতে এ খাত আরও ভালো অবস্থানে যাবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘ক্যাপটিভ ব্যবসায়ীদের ক্যাপটিভের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। কো-জেনারেশন, ট্রাই-জেনারেশন করতে হবে। প্রয়োজনে সরকার এতে আর্থিক সহায়তা দেবে।’

বিপিআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও বিডার নেতৃবৃন্দ অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর