ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার প্রতিদিন ফ্লাইট

বিবিধ, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক | 2023-08-26 13:51:53

অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে বর্তমানে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হলেও বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।

এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-বরিশাল রুটের ফ্লাইট পরিচালিত হচ্ছে। ঢাকা থেকে বরিশাল রুটে ন্যূনতম ওয়ান ওয়ের ভাড়া ২,৬৯৯ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া ৫,৩৯৮ টাকা। সব ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

ঢাকা থেকে প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশে ছেড়ে গিয়ে দুপুর ২টা ১৫ মিনিটে বরিশালে পৌঁছাবে ইউ-এস বাংলার উড়োজাহাজ। আবার বরিশাল থেকে প্রতিদিন দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ২০ মিনিটে।

১৭ জুলাই ২০১৪ তারিখে দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ সহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট দশটি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর