কমেছে পেঁয়াজ-মরিচের দাম, বেড়েছে সবজির

বাজারদর, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 18:25:27

সপ্তাহ ব্যবধানে কমেছে মুরগি ও ডিমের দাম। একই সঙ্গে কিছুটা কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের ঝাঁজও। তবে নতুন করে বেড়েছে সবজির দাম। অন্যদিকে স্থিতিশীল রয়েছে মাছ-মাংস, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, মতিঝিল এজিবি কলোনি এবং কমলাপুর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, গত বৃহস্পতিবার ১০০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা দরে।

বুধবার ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এ দিন বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়। বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯৫ টাকা দরে। যা বুধবার বিক্রি হয়েছিলো ১০০ টাকার বেশি দামে। আর মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা ডজন। গত বৃহস্পতিবার ডিম বিক্রি হয়েছিল ১২০ টাকা ডজন।

তবে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহে ৮০ টাকা দরে বিক্রি হওয়া গাজরের দাম কেজিতে ১০-১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি হওয়া ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। ৫৫-৬০ টাকার বেগুন ও ঝিঙ্গা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি লতি ৬০-৭০ টাকা, করলা ও কাঁকরোল ৬৫-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।


এদিকে পেপে, লাউ ও শাকের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতোই পেঁপে কেজি প্রতি ৩০-৩৫ টাকা, শশা ৫০-৫৫ টাকা, প্রতি পিস লাউ ৪৫-৫০ টাকা, জালি ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারে আসা রফিকুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, সবজির দাম চড়া। প্রতি সবজিতে দাম বেড়েছে অন্তত ১০ থেকে ১৫ টাকা। এটা কোনো কথা হলো?

জানতে চাইলে ব্যবসায়ী মুঞ্জুর আহমদে বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, পেঁয়াজের দেখাদেখি, সবজির দামও বেড়েছে। গতকাল বৃষ্টি হওয়ায় অনেক সবজি পচে গেছে। ফলে সকালে বাজারে চাহিদার তুলনায় সবজি কম ছিল। তাই দাম বেড়ে গেছে।

মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে ব্যবসায়ী শীতল ঘোষ বলেন, গাজর ও টমেটো ১০০ টাকা, বেগুন-ঝিঙ্গা ৮০ টাকা কেজি বিক্রি করছি। পটল আর পেঁপে বাদে সব সবজির দামই বেড়েছে।


এ বাজারে চীনা আদা-রসুন ১১০-১২০ টাকা, বার্মা আদা ১১০-১৩০ টাকা এবং দেশি রসুন ১২০-১৩০ টাকা কেজিতে কেনা-বেচা হচ্ছে। মসলার মধ্যে হলুদের গুঁড়া ১৬০ টাকা, মরিচ ২০০ টাকা কেজিতে কেনা-বেচা হচ্ছে।

মুরগি কেজি প্রতি ১৩০-১৩৫ টাকা এবং গরুর মাংস ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস ৭৫০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সব ধরনের মাছের দাম স্থিতিশীল রয়েছে। বাজার ভেদে এক কেজির ইলিশ ৯০০-১২০০ টাকা, ৯০০-৮০০ গ্রামের ইলিশ ৮৫০-৯০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ৭০০-৭৫০ টাকা ও ৫০০ গ্রামের ইলিশ ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি তেলাপিয়া ১৪০-১৫০ টাকা, পাঙ্গাশ ১৫০-১৬০ টাকা, চাষের রুই ৩৫০-৪০০ টাকা, পাবদা ৬০০-৭০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, শিং ৪০০-৫৫০ টাকা, বোয়াল ৫০০-৭০০ টাকা, চিংড়ি ৬০০-৮০০ টাকা এবং চিতল মাছ ৫০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর