‘বাংলাদেশে আস্থার কারণে বড় বড় বিনিয়োগ আসছে’

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 22:04:32

বাংলাদেশে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় কাতার। পায়রা, মাতারবাড়িসহ বড় প্রকল্পগুলোতেও বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এলএনজি রফতানির আগ্রহের কথাও জানিয়েছে কাতার। সব মিলিয়ে বড় আকারের বিনিয়োগ করতে চায় দেশটি।’

তিনি বলেন, ‘ল্যান্ডবেজ এলএনজি টার্মিনাল, মাস্টারপ্ল্যান অনুযায়ী গ্যাস ভিত্তিক কেন্দ্র নির্মাণ করা হবে। ২১ সালের মধ্যে ২৪হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেয়া যাবে। সরকারের প্রতি আস্থা আছে বলেই বড় বড়
বিনিয়োগ আসছে।’

কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল কাবির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে বিনিয়োগের আগ্রহের কথা জানান।

এ সম্পর্কিত আরও খবর