দ্বিতীয় দিনে ৪৭৯ কোটি টাকার কর আদায়

বিবিধ, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 04:52:10

উৎসবমুখর পরিবেশের মধ্যে সারাদেশের করদাতারা আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন। সপ্তাহব্যাপী মেলার দ্বিতীয় দিনে ঢাকায় সকাল থেকেই আয়কর মেলায় করদাতাদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। রিটার্ন দাখিল করার পাশাপাশি করদাতারা কর সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন আয়কর মেলা থেকে। দ্বিতীয় দিনে সারাদেশে কর আদায় হয়েছে ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে আয়কর সংগ্রহ। এ মেলা চলবে আগামী সোমবার (১৮ নভেম্বর) পর্যন্ত।

এবছর দেশের ৫৬টি জেলার ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতবছরের তুলনায় এবারের মেলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিংয়ের ব্যবস্থা রয়েছে।

করদাতাদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো আয়কর মেলার জন্য একটি (wWw.aykormela.gov.bd) ওয়েবসাইট চালু করা হয়েছে। ফলে করদাতারা মেলায় না এসে ঘরে বসেও নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এ সম্পর্কিত আরও খবর