‘সততা ও দক্ষতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে’

বিবিধ, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 16:14:14

সততা ও দক্ষতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। তাই কর্মকর্তাদের পণ্যের গুণগত মান পরীক্ষা করে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম লিখন বিষয়ে প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

বিএসটিআই’র কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিনা খানম।

বিএসটিআই’র মহাপরিচালক মুয়াজ্জেম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব বলেন, ‘বিএসটিআই জাতীয় পর্যায়ে একমাত্র মান প্রণয়নকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জনগণের জীবনের সুরক্ষার বিষয়টি নির্ভর করে। এ বিবেচনায় সরকার বিএসটিআই’র আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর ফলে জনগণের মাঝে পণ্য ও সেবার মান বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং বিএসটিআই’র কর্মকাণ্ড দেশব্যাপী ইতিবাচক সাড়া ফেলেছে।’

বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মুয়াজ্জেম হুসাইন বলেন, ‘বিএসটিআই সাতটি বিভাগীয় অফিস ও তিনটি জেলা অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। শিগগিরই আরও ১২টি জেলায় বিএসটিআই অফিস স্থাপনসহ পর্যায়ক্রমে দেশের সব জেলায় অফিস স্থাপন করা হবে।’

এছাড়া বিএসটিআইতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন নতুন পণ্য পরীক্ষণ সুবিধা চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর