এডিবির অর্থায়নকৃত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 23:27:32

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নকৃত প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথভাবে এ পর্যালোচনা করে। প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে এবং প্রকল্প বাস্তবায়নের সুফল পেতেই এই পর্যালোচনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ত্রি-পক্ষীয় এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ।

বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সুফল পেতে কাজের গতি ত্বরান্বিতকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়। এ ছাড়াও সময়মত সুফল পেতে প্রকল্পের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠকে ২৫০ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং এডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, বাংলাদেশ সরকার, প্রকল্প সম্পাদনকারী সংস্থা ও এডিবি একত্রিত হয়ে কাজের অগ্রগতি পর্যালোচনা করে। অগ্রগতি পর্যালোচনা-পূর্বক ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে। এর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি হয়, যার মাধ্যমে উন্নয়ন চ্যালেঞ্জ সমূহ উত্তরণ সম্ভব।

তিনি বলেন, ২০১৯ সালে আমাদের লক্ষ্য ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন এবং ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার ব্যয়। আমি আশা করি ২০২০ সালের মধ্যে এই ব্যয় দেড় বিলিয়ন ডলার অতিক্রম করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন প্রকল্প পরিচালকদের নিয়মিত প্রকল্পগুলো দেখাশোনার আহ্বান জানান। কাজের অগ্রগতি দেখভাল  এবং প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতেও আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর