প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগরীর শিক্ষার্থীদের জন্য ১০টি দ্বিতল বাস উপহার দিয়েছেন।
বাসগুলো চালু করার জন্য জিপিএইচ ইস্পাত আর্থিক সহায়তা দানকল্পে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিআরটিসির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।
চুক্তিটি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে হস্তান্তর করছেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো ম্যানেজার উপস্থিত ছিলেন।