মে মাসের মধ্যে ঢাকার ৫ জোনে ঝুলন্ত তার অপসারণ

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 03:48:17

মহাখালী ডিওএইচএস, গুলশান সোসাইটি-নিকেতন, মতিঝিল, বনানী ও কারওয়ানবাজার এলাকায় মে মাসের ৩০ তারিখের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে ‘ঢাকা মহানগরীর রাস্তার পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ও বিতরণ লাইনকে ভূগর্ভস্থ করা’র বিষয়ে সভায় এ নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের খুঁটিতে বিভিন্ন সংস্থার ঝুলন্ত তার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। শহরের সৌন্দর্যহানি করছে। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ অনুসারে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। দেশের শহরগুলো উন্নত দেশের মতোই হতে হবে। তাই দ্রুত ওভারহেড তার ভূগর্ভস্থ করা প্রয়োজন।

ঢাকার রাস্তায় ঝুলন্ত তার ভূগর্ভস্থ করার বিষয়ে সভা

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট কমিটি নতুন ৫টি জোন নির্ধারণ করবে। যেখান থেকে দ্রুত ঝুলন্ত তার অপসারণ করা হবে। দ্রুত কাজ করে ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধিতে সবার সহযোগিতা প্রয়োজন।

বিদ্যুৎ বিভাগ যেখানে আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসানোর কাজ হাতে নেবে সেখানে অন্যান্য ওভারহেড ক্যাবল অপারেটরকারী সংস্থা ও সমিতির সাথে আলোচনা করতে হবে। তাদের ক্যাবলও একই সাথে ভূগর্ভস্থকরণের ব্যবস্থা নিতে সভায় নির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবুল মনসুর, বিতরণ সংস্থাসমূহের ব্যবস্থাপনা পরিচালকরা, প্রধানমন্ত্রীর কার্যালয়, রেলপথ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ), নগর উন্নয়ন অধিদপ্তর, আইএসপিএবি, সামিট কমিউনিকেশন, ফাইবার অ্যাট হোম, সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের (ডিওটি) প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর