নিয়ম না মানায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে আগ্রহী তিন কোম্পানির আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একই সঙ্গে একটি কোম্পানি সময় ক্ষেপণ হওয়ায় আবেদন প্রত্যাহার করে নিয়েছে বলে দাবি করেছে। তবে প্রকৃত তথ্য হলো, প্রতিষ্ঠানটি ভুয়া আর্থিক প্রতিবেদন ব্যবহার করে পুঁজিবাজারে আসতে চেয়েছিলো বিধায় আবেদন প্রত্যাহার করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
পাবলিক ইস্যু রুলস অ্যান্ড কোম্পানি আইন ১৯৯৪ অনুসরণ না করায় আবেদন বাতিল হওয়া কোম্পানিগুলো হচ্ছে- পিইবি স্টিল অ্যালায়েন্স, আসিয়া সি ফুডস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এছাড়াও অ্যাপোলো হাসপাতাল এবং পপুলার ফার্মাসিটিক্যাস লিমিটেডের ওপর আইপিওর আবেদন প্রত্যাহার করেছে মিরা এগ্রো ইনপোর্স লিমিটেড।