একদিন পর সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 14:46:10

একদিন দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগের দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) টানা পাঁচ কার্যদিবস পর দরপতন হয়েছিলো।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৮ পয়েন্ট আর ডিএসইএস শরিয়াহ সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। তাতে লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৩৬ লাখ ৩৮ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

এ সম্পর্কিত আরও খবর