দেশের বেসরকারিখাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। ২০১৮ সালের জন্য এসব প্রতিষ্ঠান পুরস্কার পাবে।
সোমবার (১৬ মার্চ) ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮’ এর জন্য মনোনীতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়।
পুরস্কার হিসেবে ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হবে। বরাবরের মতো রাষ্ট্রপতি আবদুল হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তবে পুরস্কার বিতরণীর তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো-
বৃহৎ শিল্প :
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কম্পানি লিমিটেড, দ্বিতীয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তৃতীয় এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মাঝারি শিল্প:
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম তাফরিদ কটন মিলস, শেলটেক টেকনোলজি লিমিটেড, অটো টেক্স, মেসার্স এনভয় ফ্যাশন্স লিমিটেড ।
ক্ষুদ্র শিল্প:
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কনসেপ্ট নিটিং লিমিটেড, এছাড়া মনোনীত করা হয়েছে এপিএস ডিজাইন ওয়ার্কস, সামিট অয়েল এন্ড শিপিং কোম্পানি লিমিটেড।
মাইক্রো শিল্প:
মাইক্রো শিল্পে মনোনীত হয়েছে ট্রিম টেক্স বাংলাদেশ, মাসকো ওভারসিস লিমিটেড এবং ক্রিমসন রেসেলা সি ফুড লিমিটেড।
কুটির শিল্প:
কুটির শিল্পে মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো: ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস লিমিটেড, ইন্টেলিজেন্স কার্ড লিমিটেড এবং রূপকথা যুব ও মহিলা উন্নয়ন সংস্থা।
হাইটেক শিল্প:
হাইটেক শিল্পে মনোনীত হয়েছে দুটি প্রতিষ্ঠান। এর মধে রয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড এবং মেটাটিউব এশিয়া লিমিটেড।
উল্লেখ্য, সরকার ২০১৩ সাল থেকে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্প কারখানাকে পুরস্কৃত করছে।