দেশের তৈরি পোশাক শিল্পের ৯১৭টি কারখানার মালিকরা তাদের সাড়ে ১৬ লাখ শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করেছেন। অন্যদিকে, ১ হাজার ৩৫৮টি কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন এখনোও পাননি।
সোমবার (১৩ এপ্রিল) এই তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএর তথ্যমতে, ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১২৪টি কারখানা, গাজীপুরের ৩৫৯টি কারখানা, নারায়ণগঞ্জ এলাকার ৮২, সাভার ২০৭, চিটাগাং ১১৪ এবং প্রত্যন্ত এলাকার ৪২টি গার্মেন্টস এর মধ্যে ৩১টি গার্মেন্টসের মালিকরা মোট ১৬ লাখ ৫০ হাজার ৬০০ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন।
আরও পড়ুন: শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা
বিজিএমইএর সভাপতি রুবানা হক আশা করেন, ১৬ এপ্রিলের মধ্যে সব কারখানা মালিকরা তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন।
এদিকে চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের মার্চের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বিবৃতিতে সকল শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, এ নির্দেশ না মানলে বা উক্ত তারিখের মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানান।