ট্রেক বিধিমালা প্রণয়নের কার্যক্রম স্থগিতে বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 02:35:06

ট্রেক বিধিমালা ২০২০ প্রণয়নের কার্যক্রম স্থগিত করার জন্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবিএর পক্ষ থেকে বলা হয়, গত ৩১ মার্চে ডিবিএ’র আবেদনের প্রেক্ষিতে বিএসইসি ট্রেক বিধিমালা ২০২০ প্রণয়নের কার্যক্রম স্থগিত করার জন্যে কমিশনকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি, পুঁজিবাজার এবং এর সাথে সম্পৃক্ত সকল অংশীজনের সার্বিক উন্নয়নে কমিশন অতীতের ন্যয় ভবিষ্যতেও যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিবে।

এই মুহূর্তে পুঁজিবাজারকে সচল করে তোলাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন বিরাজমান পুজিবাজারের মন্দা পরিস্থিতি কাটিয়ে তুলতে এর সাথে জড়িত লাখ লাখ বিনিয়োগকারী, ব্রোকার্স ও স্টেক হোল্ডারদের উন্নয়নে আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা বিশ্বাস করি যে, আমাদের প্রতিটি উদ্যোগ পুঁজিবাজারকে সচল ও সক্রিয় করবে। বিনিয়োগকারীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে আমাদের পুঁজিবাজার আবার সক্রিয় হয়ে উঠবে। আশা করি বাজার উন্নয়নে কমিশনও অগ্রণী ভূমিকা পালন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও খবর