এ সপ্তাহে লিংক অ্যাকাউন্ট খুলতে পারবেন ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োকারীরা

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 10:33:32

চলতি সপ্তাহ থেকেই অন্য ব্রোকারেজ হাউজে লিংক অ্যাকাউন্টে করতে পারবেন ক্রেস্ট সিকিউরিটিজের বিও অ্যাকাউন্টধারীরা। এর মাধ্যমে তারা শেয়ার কেনাবেচা করতে পারবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, মালিক পলাতক ও ব্রোকারেজ হাউজ বন্ধ থাকায় শেয়ার থাকার তারপরও লেনদেন করতে না পারা বিনিয়োগকারীদের জন্য লিংক অ্যাকাউন্টের উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

নিয়ম অনুযায়ী লিংক অ্যাকাউন্টের জন্য বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজের কাছে আবেদন করে। ব্রোকারেজ হাউজ সম্মতি দিয়ে আবেদনটি সিডিবিএল এবং ডিএসইতে পাঠায়।

কিন্তু ক্রেস্ট সিকিউরিটিজ বন্ধ থাকায় বিনিয়োগকারীদের এখন সরাসরি ডিএসইতে আবেদন করতে হবে। ডিএসই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতিক্রমে এই উদ্যোগ নিয়েছে বিনিয়োগকারীদের জন্য।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর কমিশনের সঙ্গে আলোচনা করে আমরা অন্যান্য শাখায় লিংক অ্যাকাউন্টগুলো চালু করার চিন্তা করছি।

উল্লেখ্য, গত সোমবার পর থেকে ক্রেস্ট সিকিউরিটিজে প্রধান শাখাসহ সবগুলো শাখা বন্ধ রয়েছে। ফলে হাজার হাজার বিনিয়োগকারীরা লেনদেন করতে পারছে না।

বিনিয়োগকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাসহ সকল মালিক ও কর্মকর্তারা তাদের টাকা নিয়ে লাপাত্তা।

বিনিয়োগকারীদের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে পল্টন থানায় মামলা করেছেন তারা।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের টাকা নিয়ে লাপাত্তা ক্রেস্ট সিকিউরিটিজের মালিক

এ সম্পর্কিত আরও খবর