রিজার্ভ চুরির সব ডকুমেন্ট ফিলিপাইনে পাঠানো হয়েছে -মুহিত

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:29:21

ঢাকা: অর্থমন্ত্রী আবুল  মাল আবুল মুহিত বলেছেন, ফিলিপাইনের সরকারের আবেদন প্রেক্ষিতে রিজার্ভ চুরির  সব ডকুমেন্ট পাঠিয়ে দেওয়া  হয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে বুধবার বিকালে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মিটিং শেষে অর্থমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আমি ফিলিপাইনের মন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি। অ্যাভরিথিংকস সেন্ড টু দেম।

মন্ত্রী আরো বলেন, ফিলিপাইনের ব্যাংক আর সি বি সির বিরুদ্ধে আমরা  নিউইয়র্কে মামলা করব। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক আমাদের পক্ষে থাকবে।

তিনি বলেন, অক্টোবরে নির্বাচন সরকার  হবে, আমি  সেই  সরকার মন্ত্রী হতে পারি।

এ সম্পর্কিত আরও খবর