রাবির নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের সংঘর্ষ 

, শিক্ষা

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:43:13

চাকরি প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মকর্তা আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান।

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ

আহত বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা হলেন- উপ-রেজিস্ট্রার মো. মামুন, সেকশন অফিসার মো. মাসুদ ও শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার কামরুজ্জামান চঞ্চল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাবি উপাচার্য আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার হলে মহানগর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে হামলা করে।

ঘটনার বিষয় জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক আছে। তবে ছাত্রলীগের একটি অংশকে এখনো বের করে দেয়া সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও খবর