এইচএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১ জন, জিপিএ-৫ বাড়ল ৬১

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১ জন, জিপিএ-৫ বাড়ল ৬১

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১ জন, জিপিএ-৫ বাড়ল ৬১

এইচএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত ফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১০১ জন পরীক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কম না, ৬১ জন।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার পুনঃনিরীক্ষণের জন্যে ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে ১ হাজার ৮৪৬টি উত্তরপত্রের প্রাপ্ত নম্বর পরিবর্তিত হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, আবেদনকারীদের মধ্যে সিজিপিএ পরিবর্তিত হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮, জিপি বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১২৯। এছাড়া জিপি বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭, নম্বর বেড়েছে কিন্তু জিপি বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। মার্কস বেড়েছে কিন্তু ফেল থেকে ফেল রয়ে গেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৭১। তবে ফেল থেকে পাস করাদের কেউ জিপিএ-৫ পাননি।