জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিলের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, এ বছর প্রতিটি ইউনিটে আবেদনের যোগ্যতা যা আরোপ করা হয়েছে তা কমাতে হবে। বিশেষ করে কলা অনুষদে আবেদনের ক্ষেত্রে বিষয়ভিত্তিক ফলাফলের যে শর্ত তা কমাতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, এ বছর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারিত হয়েছে। এতে অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল পেতে ব্যর্থ হয়। এখন ভর্তি আবেদনের যোগ্যতা বৃদ্ধি করা হয়েছে। ফলে অনেক ভর্তিচ্ছু আবেদন করতে পারছেন না।
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্মারকলিপি দেয়ার ব্যাপারে শুনেছি। তাদের দাবির বিষয়টি নিয়ে এর আগে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এখন আবেদন চলছে। এখন আবেদনের যোগ্যতা কমাতে হলে অনেক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে।
এর আগে গত বুধবার (২৩ জুন) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি আবেদনের ক্ষেত্রে জিপিএ কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়াতে দেখা যায়।