ঈদুল আযহা ও লকডাউনের কারণে রোববার (১৮ জুলাই) থেকে আগামী ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ সময়ে চালু থাকবে অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দফতর। উল্লেখিত সময়ে অনলাইন ক্লাস, বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিকেল সেবা) চালু থাকবে।
এছাড়াও আগামী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দাফতরিক কার্যক্রমসমূহ ভার্চুয়ালি সম্পন্ন ও সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালন করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।