এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গতবছর যার সংখ্যা ছিল ১০৪ টি। যা এবার কমে ১৮ তে দাড়িয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গতবার ছিল ৩ হাজার ২৩টি। এদিক থেকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৭২ টি।
আজ ৩০ ডিসেম্বর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। এবার ৩ হাজার ৬৮৫টি কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।