প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী ৩০ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (১৮ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমন্বয় কমিটি সূত্রে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশে বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবেচনায় নভেম্বরের শেষ সপ্তাহে যে কোনোদিন ফল প্রকাশ করতে চায় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী ৩০ নভেম্বরকে বেছে নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড কমিটি।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সূত্রে জানা যায়, কয়েকটি বিষয়ের উত্তরপত্র দেখা শেষে সেগুলো পরীক্ষকরা জমা দিয়েছেন। ইতোমধ্যে নম্বর ইনপুট দেওয়ার কাজও শুরু হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের জন্য কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে।
গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে।