প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-02 17:09:54

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. গোলাম জাকারিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ভুয়া একটি নিয়োগপত্রও সংযুক্ত করা হয়। তাতে দেখা গেছে, ভুয়া নিয়োগপত্রে মোসা. মরিয়ম নামে একজনকে মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১৬তম গ্রেডে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।

গত ৩১ ডিসেম্বরের এই নিয়োগপত্রে সাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সমন্বয়) মো. গোলাম জাকারিয়া।

এ সম্পর্কিত আরও খবর