সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল দশটা থেকে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের স্কুলগুলোর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিতে এ তিন বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এ পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়ে অধিদফতর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি সকাল দশটায় দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সহযোগিতা চেয়ে কেন্দ্র প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছে অধিদফতর। তবে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি।
এর আগে, প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো।