পিএসসি-জেএসসি পরীক্ষা ফেরার কথা গুজব: শিক্ষা মন্ত্রণালয়

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-16 06:27:54

নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পূর্বের প্রচলিত শিক্ষাক্রমে ফিরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হল। 

এ সম্পর্কিত আরও খবর