এমপিওভুক্ত হচ্ছেন আরও ১০ হাজার শিক্ষক-কর্মচারী

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-27 07:42:08

বেসরকারি স্কুল-কলেজের আরও প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। পর্যায়ক্রমে নিম্ন মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠান এর আওতায় আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সম্প্রতি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে স্কুলের ৮ হাজার ১৬৩ জন ও কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এ ছাড়া ৪ হাজার ৯২৪ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ১ হাজার ১৭৭ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ১৩৮ কলেজ শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

তবে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই কিন্তু এমপিওভুক্ত শিক্ষক আছেন, তাদের এমপিও বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণসহ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আরও বেশি জোর দেয়ার কথা বলছেন শিক্ষাবিদদের।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীর নিম্ন মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা অর্জনের সরকারি লক্ষ্য পূরণে পর্যায়ক্রমে নিম্ন মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠান এমপিও'র আওতায় আসবে।

এ সম্পর্কিত আরও খবর