বরিশালে ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারের সঞ্চালনায়, জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ১০ উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকগণ।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে। বরিশাল জেলায় মোট ৯৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ২০৮০২ জন, ছাত্রী সংখ্যা ২০৫৮৮ জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৩৯০ জন।